বিশ্ব অটিজম সচেতনতা দিবস

Share

আগামী ২রা এপ্রিল বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব অটিজম সচেতনতা দিন (World Autism Awareness Day)। বিশ্ব অটিজম দিবস জাতিসংঘের মাত্র চারটি স্বাস্থ্যগত সুনির্দিষ্ট দিনগুলির মধ্যে একটি। আন্তর্জাতিকভাবে অটিজম সম্পর্কে সচেতনতা এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর উদ্দ্যেশে দিবসটি উদযাপিত করা হয়।

প্রথম ১৮ ডিসেম্বর, ২০০৭ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ কাতারের রাষ্ট্র কর্তৃক পেশকৃত ৬২/১৩৯ নীতিকে গ্রহণ করে ২রা এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিন (World Autism Awareness Day) হিসেবে ঘোষণা করে। এর পর থেকে প্রতি বছর এই দিন জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র অটিজম সম্পর্কে সামাজিক এবং নাগরিক সচেতনতা সৃষ্টি করতে এবং তাৎক্ষণিক নির্ণয়ের আর পদক্ষেপকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম এর আয়োজন করে থাকে।

Loved this article? Share with your community and friends.

Share